৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেল চলাচলের শেষ সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে না।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত অর্থাৎ আজকের অপারেশনের অবশিষ্ট সময়জুড়ে স্টেশনটি বন্ধ থাকবে।

এ বিষয়ে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী তথ্যটি নিশ্চিত করেন।

এমএইচএন/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *