
মাল্টিমিডিয়া রিপোর্টারের দায়ের করা চাঁদাবাজির মামলায় প্রায় এক মাস পর গ্রেপ্তার হন ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। ১০ দিন কারাভোগের পর সোমবার (৫ জানুয়ারি) তাকে নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত।
অভিযোগ উঠেছে, ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে শিশু আদালতে মামলা পরিচালনার বিধান থাকলেও সুরভীর মামলাটি এখতিয়ারবহির্ভূতভাবে ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালনা করা হয়েছে। এমনকি পুলিশের নথিতে তার বয়স ২১ বছর উল্লেখ করে রিমান্ড দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
থানা সূত্র জানায়, গত ২৬ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের (বর্তমানে কালবেলায় কর্মরত) মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয় সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। প্রায় এক মাস পর ২৫ ডিসেম্বর রাতে টঙ্গীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ এবং পরদিন গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারের পর পুলিশের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগের সংবাদ প্রকাশ করা হলেও অনুসন্ধানে দেখা যায়, মামলাটিতে অভিযোগের অঙ্ক মাত্র ৫০ হাজার টাকা।
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, চাঁদাবাজির মামলা দায়েরের দুদিন পর সুরভী বাদী দুর্জয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। তবে ওই মামলাটি গুরুত্ব না পাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের পর আদালত সুরভীকে ২ দিনের রিমান্ডে পাঠান। যদিও জন্ম সনদ অনুযায়ী তার বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন।
মামলার তদন্ত ও বয়স সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।