
রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করা হতে পারে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে তাকে সন্তুষ্ট রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানেন যে রাশিয়ার তেল কেনা নিয়ে তিনি খুশি নন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ভারতের ওপর শুল্ক আরোপ করতে পারে।
এদিকে ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতিতে তেল আবারও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রমাণিত তেলের মজুদ বিশ্বের সর্বোচ্চ, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলের বেশি।
এর আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। শুল্ক-সংক্রান্ত উত্তেজনা থাকা সত্ত্বেও উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য সচল রাখার ওপর গুরুত্ব দেন। তবে মোদির সঙ্গে আলোচনার কয়েক দিন আগেই ভারতীয় চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প।