ঝিনাইদহ-৪ আসনে ভোট মানেই তারেক রহমানকে ভোট দেওয়া: বিএনপি প্রার্থী রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, তাকে ভোট দেওয়া মানেই দেশনায়ক তারেক রহমানকে ভোট দেওয়া। মঙ্গলবার (গতকাল) দুপুরে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিওবার্তায় রাশেদ খাঁন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ড তাকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি এলাকায় নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসন একটি বিএনপি-অধ্যুষিত এলাকা। অতীতেও একাধিকবার এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এখানকার মানুষ ধানের শীষের প্রতি আস্থাশীল বলেও মন্তব্য করেন তিনি।

নিজের প্রার্থিতা নিয়ে ব্যাখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহ তার এলাকা হলেও তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারতেন। বিএনপির অনেক নেতাই নিজ নিজ জন্মস্থান কিংবা পছন্দের এলাকা থেকে নির্বাচন করে থাকেন। এই আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে শেষ পর্যন্ত দল তাকেই মনোনয়ন দিয়েছে।

মনোনয়ন না পেয়ে যারা ক্ষুব্ধ হয়েছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে না থাকেন এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে সবাই একসঙ্গে কাজ করেন।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেটাই হবে দেশনায়ক তারেক রহমানকে বিজয়ী করা। বিএনপি একমাত্র দল যাদের রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণ ভালো থাকবে এবং তারুণ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *