জকসু নির্বাচনে ৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির প্যানেল

ছবি: সংগৃহীত

 

প্রথমবারের মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষে কমিশনার ড. আনিছুর রহমান সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের কেন্দ্র দুটির ফলাফল ঘোষণা করেন। এর আগে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের কেন্দ্রের ফল প্রকাশ করা হয়।

৬ কেন্দ্রের সম্মিলিত ফলাফল

ছয় কেন্দ্রের মোট ফলাফলে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট। ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের কিশোয়ার সাম্য পেয়েছেন ৪৪ ভোট।

জিএস পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫৭৭ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট এবং বাম–সমর্থিত প্রার্থী ইভান তাহসিভ পেয়েছেন ১৪৪ ভোট।

এজিএস পদে তুলনামূলকভাবে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল পেয়েছেন ৫৭২ ভোট। অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫৫৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাহীন মিয়া পেয়েছেন ৬৪ ভোট।

সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন যথাক্রমে ১০৬ ও ৫১ ভোট—মোট ১৫৭ ভোট। একই পদে একেএম রাকিব পেয়েছেন ৯৪ ও ৩৯ ভোট—মোট ১৩৩ ভোট।

জিএস পদে সিএসই বিভাগে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট। জেনেটিক বিভাগে আলিম পেয়েছেন ৪৬ ও খাদিজা পেয়েছেন ১৮ ভোট। দুই বিভাগ মিলিয়ে আলিমের মোট ভোট ১৫৮ এবং খাদিজার ৭১।

এজিএস পদে সিএসই বিভাগে মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট এবং এবিএম তানজিল পেয়েছেন ৮০ ভোট। জেনেটিক বিভাগে মাসুদ পেয়েছেন ৪২ ও তানজিল পেয়েছেন ৩০ ভোট। দুই বিভাগ মিলিয়ে মাসুদ রানা পেয়েছেন ১৪৭ এবং তানজিল পেয়েছেন ১১০ ভোট।

 ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ

ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট। একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট।
জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট। খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট এবং ইভান তাহসিভ পেয়েছেন ৩৯ ভোট।
এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট।

নৃবিজ্ঞান বিভাগ

ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট।
জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট।
এজিএস পদে এবিএম তানজিল পেয়েছেন ১২৬ ভোট।

 লোকপ্রশাসন বিভাগ

ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ১৩২ ভোট এবং রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট।
জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট।
এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট।

 ফার্মেসি বিভাগ

এই কেন্দ্রে তিনটি গুরুত্বপূর্ণ পদেই অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *