
ভারতের ‘অপারেশন সিন্দুর’ ইস্যুকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা আবারও জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, “আমরা কী করব বা করব না— সেটা অন্য কেউ বলে দিতে পারে না। আত্মরক্ষার জন্য যা প্রয়োজন, ভারত তাই করবে।”
মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।
জয়শঙ্কর বলেন, ভারতের ‘খারাপ প্রতিবেশী’ আছে এবং তারা যখন ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ চালিয়ে যাবে, তখন ভারত নিজস্ব নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেবে। তার ভাষায়,
“যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে এবং বিনা অনুশোচনায় সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তাহলে আমাদের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার প্রয়োগ করব।”
https://x.com/ANI/status/2006979030369915203?s=20
তিনি আরও বলেন,
“আমরা কীভাবে সেই অধিকার প্রয়োগ করব, সেটাও আমাদেরই সিদ্ধান্ত। এ ব্যাপারে অন্য কারো নির্দেশ বা পরামর্শের ওপর ভারত নির্ভর করবে না।”
১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার পরও ভালো প্রতিবেশী হিসেবে সুবিধা নেওয়া যায় না। জয়শঙ্কর বলেন, “আপনি একদিকে সন্ত্রাসবাদ চালিয়ে যাবেন, অন্যদিকে পানি ভাগাভাগির সুবিধা নেবেন— তা হতে পারে না।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করেন, ভারত বিভিন্ন ধরনের প্রতিবেশীর সঙ্গে রয়েছে। যে দেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তাদের সঙ্গে ভারতও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখে।
এর আগে গত মাসেও জয়শঙ্কর বলেছিলেন, ভারতের বেশিরভাগ সমস্যার উৎস পাকিস্তানি সেনাবাহিনী।