আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি    

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়লেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিসিসিআইকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন,
‘সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের একজন খেলোয়াড়—বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

তিনি আরও জানান, প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে কেকেআরকে অনুমতি দেওয়া হবে।
‘যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় দলে নিতে চায়, সে ক্ষেত্রে বোর্ড বদলির অনুমোদন দেবে,’ বলেন সাইকিয়া।

এর আগে মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। পাশাপাশি ভারতের কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরু সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের সমালোচনায় মুখর হন।

উল্লেখ্য, ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলের নিলামে বিক্রি হয়ে মুস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাকে ছাড়াই আসন্ন মৌসুমে মাঠে নামতে হচ্ছে কেকেআরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *