
কিশোরী তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল, জামিন মঞ্জুর
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ডে পাঠানোর ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে একই দিনে আদালত তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন।
সোমবার দুপুরে গাজিপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভীকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় শুনানি শেষে আদালত ওই আদেশ প্রত্যাহার করে তাকে জামিন দেন।
আদালত সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার পরিচয়দানকারী নাইমুর রহমান দূর্জয় ১৮ নভেম্বর কালিয়াকৈর থানায় সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর গত ২৫ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর গোপালপুর এলাকা থেকে সুরভীকে গ্রেপ্তার করে।
মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে বিভিন্ন সংগঠন সুরভীর জামিনের দাবি জানায়। একই সঙ্গে মামলার বাদী নাইমুর রহমান দূর্জয় ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, সুরভীর বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে এবং তিনি ন্যায়বিচার পাবেন।