
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে যেতে না চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত—এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। একই সঙ্গে তিনি আইসিসিকে বাংলাদেশের আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
হরভজন বলেন, “সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা ঘটেছে, তা ভুল। আইসিসির উচিত তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা আসতে চায় কি না, সেটা তাদের পছন্দ।”
হরভজনের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে—২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য। একই টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিসিবির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে দলে না রাখার ঘটনা। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিসিবি জরুরি বৈঠক ডাকে এবং বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার সাময়িকভাবে নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কোথায় তাদের ম্যাচ খেলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।