
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় ব্রাহ্মণাবড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আর এতে রেগে গিয়ে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা।
শনিবার (১৭ জানুয়ারি) এমন ঘটনা ঘটে।
জানা যায়, নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ের অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্তার স্বীকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।
এ সময় তিনি বলেন, ‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার।’